আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চান্দগাঁও ওয়ার্ডের বার্ষিক রুকন সমাবেশে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন


এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ব্যাপক দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেছেন, বিগত ১৮ বছর বাংলাদেশ স্বৈরশাসনের কবলে ছিল। যার সর্বত্র পরিপূর্ণ ছিল খুন, গুম, দুর্নীতি, লুটতরাজ, ব্যাংক দখল, শেয়ার বাজার কেলেঙ্কারী, বিরোধী মত দমনে আয়নাঘর। বর্তমান সময়কে কাজে লাগিয়ে ব্যাপক দাওয়াতী কাজের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। যে রাষ্ট্র ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর চান্দগাঁও প্রশাসনিক ওয়ার্ডে বার্ষিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
১১ ডিসেম্বর বুধবার মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ও ওয়ার্ড আমির মো. ওমর গনির সভাপতিত্বে থানা কর্মপরিষদ ও ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আব্দুল আজিজ মো. শোয়াইবের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমির মো. ইসমাঈল, থানা সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী ও থানার অফিস সেক্রেটারি আব্দুল কাদের পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আরও বলেন, ইসলামী আন্দোলনের প্রকৃত হক আদায়ের জন্য নিজেদেরকে রাসূলের (সা.) এর অনুসৃত বিধানকে গ্রহণ করতে হবে। তদানুযায়ী সাহাবায়ে কেরাম, সালফে সালেহীন প্রক্রিয়া অনুযায়ী নিজেদের গঠন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চান্দগাঁও থানা আমির মো. ইসমাঈল বলেন, সংগঠনের দাওয়াত এলাকার সর্বস্থরের জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি মসজিদে ও জংশনে ব্যাপক দাওয়াতী কাজ বৃদ্ধি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আজাদ চৌধুরী বলেন, সংগঠনকে এগিয়ে নিতে টিম স্পিরিট ও সচেতনতার সাথে আগাতে হবে এবং সেটিকে মজবুতি দেয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়গুলো অবলম্বন করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর