আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
কম সময় ও দক্ষতার সাথে সমন্বিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি” প্রতিপাদ্যে চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম কাস্টমস হাউসের উদ্যোগে কাস্টমস হাউস অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয় ।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা,চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার মোহাম্মদ আব্দুস সোবহান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীর মহাপরিচালক   একেএম নুরুল হুদা আজাদ ,কাস্টমস বন্ড কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন ।

উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা । তথ্যচিত্র পরিবেশনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশেষ অতিথি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীর মহাপরিচালক   একেএম নুরুল হুদা আজাদ ।

বিশেষ অতিথি মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর আলোচনায় বাণিজ্য সহজীকরণে ও আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাস্টমস তথা কাস্টম হাউস, চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার মোহাম্মদ আব্দুস সোবহান তাঁর বক্তব্যে অ্যাডভানস ইনকাম ট্যাক্স আহরণে চট্টগ্রাম কাস্টম হাউসের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীন তাঁর বক্তব্যে মূল প্রবন্ধের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিশ্রুত কাস্টমস সেবা প্রদানে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের গুরুত্ব তুলে ধরেন। এ প্রক্রিয়ায় সরকারি, বেসরকারি, ব্যবসায়ীসহ সকল স্টেক হোল্ডারের দক্ষ জনবলের সম্পৃক্ততার আহ্বান জানান। তিনি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার উপর গুরুত্ব আরোপ করেন এবং এ লক্ষ্য অর্জনের জন্য সর্বস্তরে অটোমেশন প্রয়োগ করার পরামর্শ প্রদান করেন।


অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মোঃ জাকির হোসেন গর্বিত আগামীর নেতৃত্ব প্রদানের জন্য পূর্ণ অটোমেশন, কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও গৌরবের সংস্কৃতির পারস্পারিক বিনময় ও প্রসারের মাধ্যমেই ভবিষ্যতের কাস্টমস তৈরির আহ্বান জানান।


অনুষ্ঠানে কাস্টমসের সহযোগী সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি, শিপিং এজেন্ট প্রতিনিধি, প্রাইভেট ডিপো প্রতিনিধি এবং বিশিষ্ট ও গণ্যমানা প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর