চন্দনাইশ প্রতিনিধ: চট্টগ্রামের চন্দনাইশে সনাতন ধর্মের বারুণি স্নান উপলক্ষে ঐতিহ্যবাহী বরুমতি মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কলঘর এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মের শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।
ভোর থেকে বরুমতি খালে শত-শত নারী-পুরুষ তাদের মানত পূরণ করতে বারুণী স্নানে অংশ নেন। দীর্ঘ অর্ধ শতবর্ষ পূর্ব থেকে প্রতিষ্ঠিত এ মেলায় এসে সনাতন ধর্মের নারী-পুরুষেরা তাদের মনের বাসনা ও রোগমুক্ত হওয়ার জন্য বরুমতি খালের জলে স্নান করে থাকেন। তাদের ধারণা, এ বরুমতি খালের জলে স্নান করলে মনের বাসনা পূরণ হওয়ার পাশাপাশি রোগ মুক্ত হয়।
তাছাড়া সকাল থেকে বিকাল পর্যন্ত চলে বিভিন্ন ধরনের পুজা-অর্চনা। মেলায় আসা লোকজনদের মাঝে সওদা করে থাকেন এলাকার বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ মেলার প্রধান আকর্ষণ মানকচু। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। মেলায় প্রচুর পরিমাণ মানকচু উঠে এবং বেচা-কেনা হয়। এছাড়া মেলায় নাগরদোলা, বিভিন্ন রকমের খাবার আর খেলনা সামগ্রীর পসরা বসে। মেলায় আগতরা তাদের পূজা-অর্চনার পাশাপাশি বিনোদন ও কেনাকাটা করেন।