আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী নিহত


এইচ,এম শহীদ পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের চকরিয়ায় স্বামী শওকত হাসান মেহেদীর (২৩) চুরিকাঘাতে স্ত্রী উম্মে হাফছা তুহি (১৮) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১.২৫ মিনিটে এ ঘটনা ঘটেছে। নিহত উম্মে হাফছা তুহি, চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার সাংবাদিক আব্দুল হামিদের মেয়ে। ঘাতক স্বামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডে মৌ আবুল হাশেম এর পুত্র। নিহতের পিতা সাংবাদিক আব্দুল হামিদ জানান,আট মাস পূর্ব তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিক ভাবে আমার মেয়ে কে নির্যাতন করত। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে, এ সুযোগে ফাঁকা বাড়িতে এসে ঘাতক শওকত হাসান মেহেদী আতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়ে কে হত্যা করে। এ আমার স্ত্রী পারভীন আক্তার (৩৮) মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও উপর্যুপরি চুরিকাঘাত করে ঘাতক ঘটনা স্হল থেকে পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রী কে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক অবস্থা আশংকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।খুনি শওকত হাসান মেহেদী তার পেইজ বুক আইডিতে স্ত্রী কে নিয়ে বিয়ের পর স্ট্যাটাস দেন- “তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাতি”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর