আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুমধুম সীমান্ত দিয়ে ১৪রোহিঙ্গার অনুপ্রবেশ

ঘুমধুম সীমান্ত দিয়ে ১৪রোহিঙ্গার অনুপ্রবেশ


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

ঘুমধুম সীমান্ত দিয়ে ১৪রোহিঙ্গার অনুপ্রবেশ করে এবং জনতা কর্তৃক বিজিবি’র হাতে সোর্পদ করে

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু পশ্চিমকুল-জলপাইতলী পয়েন্টের ৩২নং পিলার হয়ে অনুপ্রেবেশবকরা ১৪রোহিঙ্গাকে আটক করেছে জনতা।এরপর ঘুমধুম বিওপির বিজিবি জোয়ানদের কাছে সোপর্দ করেছে।শুক্রবার দিবাগত রাতে সীমান্ত পিলার ৩৩, মিয়ানমারের অভ্যন্তরে ডুরি নামক স্থানে অনুপ্রবেশ’র জন্য জোড়া হয় অনুমান ২শত রোহিঙ্গা।তাদেরকে অনুপ্রবেশ করাতে জকির’কে জনপ্রতি ৮ হাজার টাকা করে দিয়েছে এমন একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। তবে ঐদিন সীমান্ত পেরিয়ে তাদেরকে অনুপ্রেবশ করাতে ব্যর্থ হয়। পরের দিন শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সীমান্তের ৩২ নং পিলার দিয়ে অনুপ্রবেশ করালেও স্থানীয় বাসিন্দাদের হাতে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা আটক হয়। জানা গেছে, আটককৃতরা ছোটবড় মিলে দুই পরিবারের ১৪জন রোহিঙ্গা ছিল। পরবর্তী স্থানীয়রা সীমান্তের দায়িত্বরত ঘুমধুম বিওপির জোয়ানদের কাছে সোপর্দ করেছেন। এদিকে সূত্রে জানাগেছে, অনুপ্রবেশকারী ১৪ রোহিঙ্গাকে ঘুমধুমের বাইশফাঁড়ী সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে বিজিবি। এমনটাও নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, এ পর্যন্ত বিজিবি কর্তৃক পুশব্যাক করা রোহিঙ্গাদের পূনরায় বাইশফাড়ির একটি দালাল চক্র মোটা অংকের টাকার বিনিময়ে পাহাড়ি পথ দিয়ে বিভিন্ন ক্যাম্পে প্রবেশ করে বলে জানা গেছে ।দেশদ্রোহী কাজে করা জড়িতদের বিষয়ে গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিমসহ বিজিবি কাজ চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর