ভ্রাম্যমাণ প্রতিবেদক:
জনপ্রতিনিধি নয়,তারপরও মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রেখেছেন।যার যেভাবে প্রয়োজন, তাকে সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।কথা, বুদ্ধি,পরামর্শ আবার কারো প্রয়োজনীয় অর্থ সহায়তাও দিচ্ছেন।যিনি মানুষের মাঝে অকাতরে এমন সেবা দিচ্ছেন,তিনি হলেন একজন ক্রীড়াপ্রেমী যুবক,আবার ক্রীড়া সংগঠকও।সে তুমব্রু নবারুন ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা,একাধারে বিএনপি রাজনীতির সাথেও সম্পৃক্ত।তিনি আর কেউ নন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার বাসিন্দা।
তুমব্রু বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি: তথা তুমব্রু বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা মুফিজুর রহমান।তিনি সম্প্রতি চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে ঘুমধুম ইউনিয়ন পরিষদে দূরদূরান্ত থেকে আসা নারী/পুরুষদের চেয়ারম্যান সনদ, জন্মসনদ, মৃত্যু সনদ,ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহে সহযোগিতা প্রদান করছেন। ভোটার হতে গিয়ে যারা টাকার অভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারছেনা, তাদেরকেও তিনি আর্থিভাবে সহযোগীতা প্রদান করছেন।মুফিজুর রহমানের এমন সেবা পেয়ে অনেকেই বেজায় খুশি।
এক প্রতিক্রিয়ায় যুবনেতা মুফিজুর রহমান বলেন,মানুষের উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করি।এতে মানসিক প্রশান্তি বোধ করি। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
Leave a Reply