আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুমধুমে স্টুডেন্টস ফুটবল লীগ

ঘুমধুমে স্টুডেন্টস ফুটবল লীগ এর ফাইনাল খেলায় শাহনেওয়াজ চৌধুরী


 

ঘুমধুম ক্রীড়া একাডেমী আয়োজিত ঘুমধুম স্টুডেন্ট ফুটবল লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকেলে হাইওয়ে সড়ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়াং স্টার ফুটবল একাডেমী বনাম ফায়ার ফুটবল একাডেমীর মধ্যকার খেলায় ট্রাইবেকারে ফায়ার ফুটবল একাডেমী (৭-৮ গোলে) চ্যাম্পিয়ন হয়।

এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘুমধুম ক্রীড়া পরিষদের উপদেষ্টা নুর হোসেন শিকদার।আলোচনা সভা পরিচালনা করেন ঘুমধুম ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন হীরু।পুরো খেলা পরিচালনা করেন ঘুমধুম ক্রীড়া পরিষদের সভাপতি ছৈয়দুর রহমান হীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ চৌধুরী বলেন,খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করেন”খেলাধুলা মাদকাসক্ত হওয়ার পথ থেকে বিরত থাকার সহায়ক ভুমিকা রাখেন।তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় সুন্দর আয়োজন সত্যিই অনেক বেশি উপভোগ্য করে তুলে,তাই আয়োজক কমিটির সকলের প্রতি ধন্যবাদ জানান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,মাষ্টার ইউনুস,ঘুমধুম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুজিবুল হক,স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম,যুবদলের সাবেক ইউনিয়ন সভাপতি মিজানুল বশর মিজান,সাবেক ছাত্রনেতা সোহেল রানা, ছাত্রদল নেতা আলমগীর,শহীদুল,শফিক,মামুন,পারভেজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সবশেষে খেলায় বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শাহনেওয়াজ চৌধুরী।

শ.ম.গফুর (উখিয়া) কক্সবাজার প্রতিনিধি,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর