ভ্রাম্যমাণ প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল ভাষা সৈনিক মুছা মিয়া নুরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।১৯ ডিসেম্বর বিকেলে ফলাফল প্রার্থী শিক্ষার্থীদের হাতে বিষয়িক নাম্বার শীট হাতে তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ।এতে প্লে-নার্সারী,প্রথম ও দ্ধিতীয় শ্রেণী মিলে মোট ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম্বার শীট প্রদান করা হয়।এতে প্রকাশিত ফলাফলে সকল শ্রেণী মিলে এপ্লাস পেয়েছেন ৭৫ জন,এ পেয়েছেন ২১ জন ও এ- মাইনাস পেয়েছেন ১২ জন,সি পেয়েছেন একজন। পাশের গড় ৯৬%।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটি সভাপতি ছৈয়দুল বশর,পরিচালক মাষ্টার নুরুল কবির,মাদ্রাসা'র পরিচালক হাফেজ ওমর ফারুক,সাংবাদিক শ.ম.গফুর,সাংবাদিক ও অভিভাবক মাহমুদুল হাসান,সাংবাদিক মোহাম্মদ শহীদ,মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলাম ও হাফেজ রহিম উল্লাহ প্রমুখ।