আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুমধুমে ইয়াহিয়া গ্রুপের বনায়ন থেকে দুইলাখ টাকার গাছ লুটের অভিযোগ!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম আজুখাইয়া করলাবনিয়া এলাকায় সৃজিত ব্যক্তি মালিকানাধীন বনায়নের প্রায় ১ একর জায়গা থেকে অন্তত দুই লাখ টাকা মূল্যের প্রায় ৪শ”টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে চিহ্নিত দুর্বৃত্তেরা। অভিযুক্তরা এলাকায় খারাপ প্রকৃতির লোক হিসেবে সর্বত্র পরিচিত। এসব গাছ চোরদের বিরুদ্ধে বাগান মালিক পক্ষ বান্দরবানের বিজ্ঞ  আদালতে মামলা দায়ের করার  প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল অনুমান ৮টার দিকে ঘুমধুমস্থ আজুখাইয়া এলাকায় ২৭১নং তুমব্রু মৌজায় সৃজিত ইয়াহিয়ার নামীয় ২৫ একর আকাশ মনি গাছের লিজ প্লট থেকে সংঘবদ্ধ চোরের দল গাছ কেটে লুটে  নিয়ে যাওয়ার সময় বাধাঁ দেন বনায়নের পাহারাদার হামিদুল হক। তার কথায় কর্ণপাত না করে উল্টো তাকে (পাহারাদার)কে প্রাণনাশের হুমকি দিলে তাৎক্ষণিক মালিক পক্ষের ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেন’র ম্যানেজার মোহাম্মদ ছৈয়দ আলমকে অবহিত করেন পাহারাদার হামিদুল হক।ঘুমধুমস্থ ইয়াহিয়া মালিকানাধীন প্রকল্পের ম্যানেজার ছৈয়দ আলম এ প্রতিবেদককে বলেন, আমার কোম্পানির(ইয়াহিয়া সাহেব) মালিকানাধীন বনায়ন থেকে দূর্বত্তরা গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে খবর পাই,বাগানের পাহারাদার হামিদুল হকের কাছ থেকে। এ খবর শুনামাত্রই  ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে’কে অবগত করে, পুলিশের সাথে ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গাছ কেটে লুটের ঘটনায় অভিযুক্তরা হলেন, আজুখাইয়ার কোনারপাড়ার দিল মোহাম্মদ (৩৫), নুর মোহাম্মদ (৪০) ও উকিল আহাম্মদ (২৮)। তারা সকলেই মৃত নাজির হোসেনের ছেলে বলে জানা গেছে। তাদের নেতৃত্বে ৫/৬ জনের একটি সংবদ্ধ গাছ চোর সিন্ডিকেট বর্ণিত গাছ গুলো কেটে লুটে নিয়ে যায়, এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।এ সংক্রান্তে  ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পুলিশ কাটাগাছ গুলো উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছে।পরবর্তী  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর