শ.ম.গফুর >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আনা ১২৫ কেজি আমদানী নিষিদ্ধ টেস্টিং সল্ট সহ এক পাচারকারী মহিলা’কে আটক করেছে বিজিবি।সোমবার সকাল ১০ টার দিকে তুমব্রু বাজারের বাসুর দোকানের সামনে অভিযান পরিচালনা করেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র তুমব্রু বিওপি’র একটি অভিযানিক দল।এ সময় ৫টি বস্তাভর্তি এসব টেস্টিং সল্ট সহ এক মহিলা’কে আটক করেন।১৮ ফেব্রুয়ারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি।ধৃত পাচারকারী রাবেয়া আক্তার ঘুমধুম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কোনার পাড়ার বাসিন্দা নুরুল কবিরের স্ত্রী।জব্দ করা টেস্টিং সল্ট সল্ট সহ ধৃত পাচারকারী মহিলা’কে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে চোরাচালান আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজিবি সুত্র জানিয়েছেন।
Leave a Reply