শেফাইল উদ্দিন
কক্সবাজারের চকরিয়ায় ইট বোঝাই ডাম্পারের( ট্রাক) ধাক্কায় বোরহান উদ্দিন (৪১) নামের মোটরসাইকেল আরোহী নিহত এবং সাথে থাকা আরও দুজন আহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে চকরিয়া কলেজের অদূরে নলবিলাস্থ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বোরহান উদ্দিনসহ তিনজন মটর সাইকেল যোগে বর্নিত এলাকায় পৌঁছলে ইটবর্তী ডাম্পার তাদের কে জোরে ধাক্কা দেয়। এতে বোরহান উদ্দিন ঘটনা স্থলেই প্রান হারায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বোরহান উদ্দিন রাসেলের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। তিনি বায়োফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে চকরিয়া সিনিয়র এরিয়া ম্যানেজারের হিসেবে কর্মরত আছেন এবং এম আর হিসেবে দীর্ঘদিন ঈদগাঁও উপজেলায় কর্মরত ছিলেন। আহতদের একজন ব্যাংক ম্যানেজার গিয়াস উদ্দিন। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
ইবনে সিনা কোম্পানির ম্যানেজার মোঃ জামশেদ আলীর সাথে মোবাইলে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বোরহান উদ্দিন রাসেল খুবই সৎ মানুষ ছিলেন তিনি ৩ কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলের দোয়া কামনা করেছেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আরিফুল আমিন।বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ইট বোঝাই ডাম্পার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার দুর্ঘটনা জনিত মৃত্যুকে ঔষধ কোম্পানীর এম আর, ম্যানেজার ডাক্তার সহ সংশ্লিষ্টদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।