আজ ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গোবিপ্রবি চট্টগ্রাম -কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের সাজ্জাদ জোহান


গোবিপ্রবি প্রতিনিধি >>> হাবিবুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(গোবিপ্রবি) চট্টগ্রাম -কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের ২০২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদকের হিসাবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের জহিরুল ইসলাম জোহান।সংগঠনটির সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন ও সাবেক সেক্রেটারি আব্বাস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা করা হয়।কমিটির সহ-সভাপতির পদে রয়েছেন মুবিনুল হক, মুহাম্মদ সোহেল,ইরফানুল হক নাঈম,অর্ণব চক্রবর্তী,ইতু সরকার, মঈন উদ্দিন আহমেদ,আসাদুল আলম,তাহমিদ হোসাইন ইকন, রবিউল হাসান ছোটন,আতেফা ছিদ্দিকা অতুল,সাজ্জাদুল ইসলাম,দূর্জয় চক্রবর্তী, জাহেদুল ইসলাম,রাকিব শাহরিয়ার, মুহিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিরাজ,সাজ্জাদুল ইসলাম,ইফতেখার সিদ্দিকী তানভীর, আইরিন খানম চৌধুরী, আল মাহতাব সানবী,মোঃ আরশাদ,আব্দুল সাকিব,গোলাম মুক্তাদির বাবু,ফয়সাল করিম ফাহিম,সম্রাট আলী,মোঃ মিরাজুল ইসলাম,আসাদুজ্জামান, আয়েশা নাঈম ইরিন,মারুফ হোসেন,মিনহাজুর সিফাত,শামিমা নাসরিন রুপা।সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ,রিজুয়ান আহম্মদ,মোহাম্মদ নাঈম,রিয়াদ আহমেদ সৈকত,হৃদয় দাস,নূরুল আমিন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তাসিফ উদ্দিন,জোনায়েদ বিন বাহদুর,মোহাম্মদ জুনায়েদ, মফিজুর রহমান।দপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ বিন সায়েম,আরফানুল হক দোহান,সাজ্জাদ আমির,মোহাম্মদ নাসির।প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন তাজমিনুল হোসেন,মোহাম্মদ রানা,ইমন দাস,ইমন চৌধুরী রিয়াদ।ক্রীড়া সম্পাদক হিসাবে সাইফুল ইসলাম শিমুল, আশিক ইলাহি,কাজী মোহাম্মদ মোর্তাজা,তারেক আহমেদ,নিখিলেশ ভৌমিক,সিনধিক আরফান।সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিফাত ইসলাম, সানজিদা আফরিন রিতু,তানজিলা তাসনিম,দীপা ভট্টাচার্য। ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে ফৌজিয়া চৌধুরী মিফতু,মুহাম্মদ তারেক,রাশেদা আক্তার নিশু সুচিত্রা দাস দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন,”আমাদের  সংগঠনের সঙ্গে আমার পথচলা শুধু দায়িত্বের নয়, ভালোবাসা, আবেগের। আসলে সংগঠন যদি বলি ভুল হবে,এটি একটি পরিবার। এই ক্যাম্পাসে আমার অন্যতম ভরসা ও ভালবাসার জায়গা এই পরিবার ! বন্ধু-বান্ধবী এবং স্নেহের ছোটদের নিয়ে এগিয়ে যেতে চাই!”সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র সংঘটন আমাদের সকলের কাছে প্রাণের স্পন্দন। এটি আমাদের আবেগ, অনুভুতি,ভালোবাসা ও যোগাযোগের এক প্রাণকেন্দ্র ঠিক যেমনটি পরিবারের মতো। ইতিহাস, ঐতিহ্য, সফলতা, শিক্ষা, সৌন্দর্যে ঘেরা আমাদের প্রিয় চাঁটগা জন্মভূমি। চাঁটগার এই সমুন্নত গৌরব উজ্জ্বল ভূমিকাকে সবার কাছে তুলে ধরতে এবং সংঘটনের সকল সদস্যের যেকোনো সমস্যা ও শিক্ষার্থীবান্ধব কাজ করে যাবো আমরা সবাই মিলে। “


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর