গত ৯ নভেম্বর শনিবার থেকে ১১ নভেম্বর সোমবার পর্যন্ত বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক আটকে রাখে টি এন জেট লিমিটেড কোম্পানিসহ আরো ছয়টি কোম্পানির শ্রমিকরা,যার কারণে কঠিন নাকালে পড়তে হয় এই সড়কে চলাচলরত যাত্রীদের।
শনিবার থেকেই সেনাবাহিনী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে শ্রমিকদেরকে নানাভাবে শান্ত রাখার প্রয়াস চালানো হয়,কিন্তু কোনভাবেই যেন থামছিল না এই আগুন,অবশেষে ১১|১১|২০২৪ ইং রোজ সোমবার অর্থাৎ আজ গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং একজন শ্রমিককে তার সাথে কথা বলিয়ে দেন,শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদেরকে এই আশ্বাস দেন যে আগামী রবিবারের মধ্যে শ্রমিকদেরকে ৬ কোটি টাকা বকেয়া বেতন পরিশোধ করা হবে,প্রথমে যদিও শ্রমিকরা রাজি হচ্ছিল না তবে তারা একান্তে পরামর্শ করার পর ঢাকা ময়মনসিং মহাসড়কে চলমান আন্দোলন তুলে নেন।
আন্দোলন প্রত্যাহারের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে,স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে এ সড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা।
রাকিব ইদ্রিস :গাজীপুর প্রতিনিধি,
Leave a Reply