আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ মিছিল


আনোয়ারা প্রতিনিধি:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা পরৈকোড়া ইউনিয়নের মুসলিম তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চত্বর থেকে শুরু হয়ে তেমুহনী মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে ছত্তারহাট বাজারে সমাবেত হয়ে সমাবেশ করা হয়।

বক্তারা বলেন, “গাজায় নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শেষে ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর