আজ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছবাড়ীয়ায় উপজেলা মডেল মসজিদ

গাছবাড়ীয়ায় উপজেলা মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন


গাছবাড়ীয়ায় উপজেলা মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় প্রস্তাবিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর, রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে এলাকার সর্বস্তরের সাধারণ জনসাধারণের আয়োজন ও অংশগ্রহণে হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির কাজী কুতুব উদ্দিন, আলহাজ্ব আবদুল মন্নান, সাইফুল ইসলাম, আইনুল হুদা চৌধুরী, তসলিম হোসেন জনি, গাউসিয়া কমিটির আবুল কাসেম আনসারী, মাস্টার মনিরুল ইসলাম, মো. ইয়াকুব আলী, বদিউল আলম চৌধুরী, শওকত উসমান টিপু, আবু শামা প্রমুখ।

এতে বক্তারা বলেন, সারাদেশের মত চন্দনাইশেও উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন ফিলিং স্টেশনের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপযুক্ত স্থান থাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব ও নির্ধারণ করা হয়। নির্ধারিত জায়গায় যথেষ্ট জায়গা থাকা সত্বেও উপজেলার একটি মহল তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে অন্যত্র নির্মাণের ষড়যন্ত্র করছে। তাঁরা বলেন, অবিলম্বে পূর্বের নির্ধারিত জায়গায় এই মডেল মসজিদ নির্মাণ করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। তাই কোন বৈষম্য ও চক্রান্ত না করে সকলের সুবিধার জন্য পূর্বের নির্ধারিত স্থান গাছবড়ীয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবী জানান।

সৈয়দ শিবলী ছাদেক কফিল:

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর