চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মতিন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক যথাক্রমে রনজিৎ কুমার দে, মিতা বড়ুয়া, আবদুল আজিজ, মোহাম্মদ হোছাইন শাহীন, মনজুর উদ্দিন, নাসরিন আকতার, পার্শ্ব নাথ চৌধুরী, শিক্ষার্থীদের মধ্যে রাজিব হোসেন চৌধুরী, পুষ্পিতা পাল, আতিকা তাবাচ্ছুম নাফিজা প্রমুখ।
শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রবীণ শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম।
শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে সৃজনশীল বই বিতরণ করা হয়।