প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ
গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমকে সম্মাননা প্রদান
মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে কোভিড-১৯ করোনা কালীন সময়ে কাফন-দাফন ও সৎকার কার্যে বিশেষ অবদান রাখায় সামাজিক ও ধর্মীয় সংগঠন আ'লা হযরত(রহঃ) ও গাজী শেরে বাংলা (রহঃ) একতা সংঘের পক্ষ থেকে গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমকে সম্মাননা ও বৈলতলীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিকালে দক্ষিণ বৈলতলী ডেলিপাড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বৈলতলী ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. ইয়াহিয়া বাহারের সভাপতিত্বে, মো. নাঈম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিম প্রধান মাও. সোলাইমান ফারুকী, প্রধান অতিথি ছিলেন বৈলতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান (মুন্না), সংবর্ধিয় অতিথি ছিলেন বৈলতলীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস.এম সায়েম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মো. নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মো. সরওয়ার কামাল, মোজাম্মেল হক তালুকদার, মো. মোস্তাফিজুর রহমান, মো নাছির, মাও. আবদুল আলীম রেজবী প্রমুখ।
Copyright © 2024 Chatgar sangbad. All rights reserved.