বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার আওতাধীন গাছবাড়ীয়া খাঁনহাট ও কলেজ গেইট শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১০ ফেব্রুয়ারি (সোমবার) গাছবাড়ীয়া খাঁনহাট আজিজ শপিং সেন্টারের মাঠ প্রাঙ্গণে এ মাহফিল ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র সংগঠনের সভাপতি মো. জাহেদ কোম্পানির সভাপতিত্বে সহ- সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মো. তৌহিদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়ীয়া খাঁনহাট বাগদাদ গ্রোসারি মাঠের স্বত্বাধিকারী আলহাজ্ব আবদুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড. মোজাম্মেল হক ফারুকী, সহ- সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সিকদার বাবুল, খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মাও. আবু ইউসুফ নুর, সাংবাদিক মো. আরফাত হোসেন। ত্বকরির পেশ করেন, রাঙ্গুনিয়া রানির হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, বান্দরবান পার্বত্য জেলা মডেল মসজিদের খতিব মাও. হাফেজ আবদুল কাদের আল- কাদেরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন, মো. ইমতিয়াজ উদ্দিন মারুফ, মো. তারেকুর রহমান রাফি, মো. শওকত হোসেন, আলমগীর সওদাগর, ফিরোজ মোরশেদ, ইয়াছিন তারেক, ইব্রাহীম বাচা, মো. লিটন, তৌহিদুল ইসলাম, আহমদ উল্লাহ ছোটন, মো. আরমান, মো. পারভেজ, ফোরকান চৌধুরী প্রমুখ। মাহফিল শেষে অভিষেক অনুষ্ঠানে লিখিত শপথ বাক্য পাঠ করান মাও. তৈয়বুর রহমান রাসেল। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply