আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গভীর রাতে গরিব অসহায় শীতার্তদের মাঝে চট্টগ্রাম ডিসির কম্বল বিতরন


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।রোববার মধ্যরাতে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা,সিআরবি,কাজীর দেউড়ি,ডিসি হিল,প্রবর্তক মোড়,চকবাজার এলাকায় বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে প্রায় ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করেন তিনি।চট্টগ্রাম মহানগরীতে প্রথম দিন ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।চলতি শীত মৌসুমে চট্টগ্রাম জেলায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ হাজার পিস কম্বল বরাদ্দ পায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে আরও ১৫ হাজার পিস কম্বল ক্রয় করা হয়।তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান,শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের পিতাত্তা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান,সহকারী কমিশনার আল আমিন হোসেন,স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর