মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো>>> গণমাধ্যমগুলো যাতে যতাযত ভুমিকা পালনে সক্ষম হয় তার উপযোগী নীতিমালা প্রনয়নে কমিশন সুপারিশ করবে। আইন কানুন নিয়ম নীতি সঠিক ভাবে অনুসরণ করে সাংবাদিকতার সহযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহনযোগ্য হবে।গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা আজ ১৪ জানুয়ারী দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি আরো বলেন,সুস্থ প্রতিযোগীতা না থাকলে গণমাধ্যমের বিকাশ হবে না।দেশে ব্যাক্তি ব্যবসায়ীক সার্থে বা রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য সংবাদ মাধ্যমকে ব্যাবহারের প্রবনতা প্রবল।দেশের গণমাধ্যমকর্মীদের জন্য নুন্যতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার।সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা না তাকে তাহলে তাদের সাধীন কাজের মানসিকতা থাকবে না।ওয়েজবোর্ডের যে সুযোগ সুবিধা তা ঢাকার বাহিরের সাংবাদিকরা কার্যত প্রায় পান না।তিনি আরো বলেন, সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে আইন ও নীতি মালায় সম্পাদকের যোগ্যতা, অভিজ্ঞতার বিষয়গুলো সহ অনেক ইতিবাচক বিষয় বস্ত রয়েছে। তবে যারা অতিতে সরকার পরিচালনা করেছে তারা নিজেরাই নীতিমালা অনুসরণ করেননি।রাজনৈতিক অপব্যবহার করে পত্রিকার সার্কুলেশনের সংখ্যা বিষয়ক ডিএফপির মিডিয়া তালিকা তৈরীতে প্রভাব বিস্তার করা হয়েছে। গণমাধ্যমের মালিক, সম্পাদক, গণমাধ্যমকর্মী আমরা,সবাই দুর্নীতি ও নিয়ম ভাঙার অংশিদার।সেই কারনে আজকে এরকম একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী হয়েছে। টেলিভিশন – সংবাদপত্র মিডিয়ায় যাকে মফস্বলের দায়িত্ব দেওয়া হবে তাকে আবার বিজ্ঞাপন সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।তিনি বলেন বিগত ১৫ বছর অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানকে অন্যায় ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।এর ফলে যারা চাকুরীচ্যত বেকারত্বের সীকার হয়েছিলেন তারা ক্ষতিপুরনের দাবিদার হওয়ার যোগ্য।একই সাথে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা গুলো দ্রুত প্রত্যাহার করা প্রয়োজন।মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী সাংবাদিকরা জানান,গণমাধ্যম গুলোয় কর্মরত রাজধানী কেন্দ্রীক সাংবাদিক ও মফস্বল এলাকার সাংবাদিকদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বিস্তর ব্যবধান রয়েছে। সবার জন্য সুযোগের সমতা নিশ্চিত করা প্রয়োজন ওয়েজবোর্ড বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দরকার।দলীয় প্রভাব বা রাজনৈতিক উদ্দেশ্য গণমাধ্যম অথবা এর কর্মীদের ব্যবহারে সুযোগ বন্ধ করতে হবে। মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন খান, জিমি আমওর,টিটু দত্ত গুপ্ত,আব্দুল্লাহ আল মামুন,বেগম কামরুন্নেছা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ১৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply