আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলশীতে জাল নোটসহ গ্রেফতার ২


নগরের খুলশী থানাধীন আমবাগান ওয়াদুদ হোটেল এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে খুলশী থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ভূজপুর থানার গড়াভাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে মো: হেলাল (২২) ও নগরের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ তৈয়ব সোসাইটি ওয়ার্ড ভিউ স্কুল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো: মহিউদ্দিন (২১)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮শে জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে আমবাগান ওয়াদুদ হোটেলের সামনে অভিযান চালিয়ে ১ লাখ টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার (২৯শে জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর