মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো >>> খুলনা মহানগরীর ৫ নং ঘাট এলাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্তাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২১ নং ওয়ার্ড যুবদল সহ সভাপতি মো: মানিকের মৃত্যু হয়েছে। আজ ২০ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এর আগে দুপুরে সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসীরা নগরীর ৫ নং ঘাট এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।।এ ঘটনায় পুলিশ সাজ্জাদ নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। নিহত যুবদল নেতা মানিক পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোকে কলোনীর মনসুর হাওলাদারের ছেলে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply