আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে মুগ্ধ ওয়াটার কর্নার উদ্ধোধন


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে মুগ্ধ ওয়াটার কর্নার উদ্ধোধন করা হয়েছে। আজ ১৭ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় কবি জীবনানন্দ দাস একাডেমি ভবনের দ্ধিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্ধোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের ছাত্র ও সন্তান তুল্য। তার মতো আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে।তখন পৃথিবীতে থাকবে শুধু কৃতকর্মের চিহ্ন গুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন চলাকালীন মুগ্ধ যেভাবে আন্দোলনরত পিপাসু শিক্ষার্থী ও জনতাকে পানি সরবরাহ করতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে স্মৃতি কখনো ভোলার না।মৃত্যুর আগ মুহুর্তে বলা কথা গুলো ” পানি লাগবে পানি” মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। তিনি আরো বলেন, আমরা যদি কাউকে সন্মান দেই, আমরাও সন্মানিত হবো,ভালো মানুষ হবো।নতুন প্রজন্মের সাধীনতা অর্জনে মুগ্ধর অবদান ও ভুমিকা অগ্রনী। মুগ্ধর স্মৃতি রক্ষার্থে এ পানি কর্নার টি করা হয়েছে।

এ জন্য আমি ইংরেজি ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।একই সাথে অন্যান্য ডিসিপ্লিন গুলোকে এ ধরনের কাজে উদ্ধুদ্ধ হওয়ার আহবান জানাই।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ শাহাজাহান কবীর। পরে মীর মুগ্ধ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর