মো: রবিউল হোসেন খান, খুলনা:
খুলনা বিভাগে একদিনে নতুন করে ১০ জেলায় ও দু সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল মিলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫৪ জন। এ সময় সরকারী কোন হাসপাতাল গুলোতে মৃত্যুর খবর পাওয়া যায়নী। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলা সহ দু সরকারী হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫৭৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। খুলনা বিভাগীয় পরিচালক সাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু রোগী সনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে একটি বেসরকারি হাসপাতালে আজ ৪ অক্টোবর সাফিনা বেগম নামে একজনের মৃত্যু হয়।তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্তারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী। খুবির সুত্রে এ তথ্য জানা যায়।
এদিকে ডেঙ্গু রোগী প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৪৮ ঘন্টায় রবিবার সকাল ৮ থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত নতুন করে খুলনা বিভাগে ১০ জেলায় ও দু সরকারী হাসপাতাল মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫৪ জন।এর মধ্যে সর্বচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে যশোরে। এছাড়া খুলনায় ১৯ জন,বাগেরহাটে ৬ জন,সাতক্ষীরায় ১ জন, ঝিনাইদহে ১৭ জন, মাগুড়ায় ৫ জন,নড়াইলে ১৫ জন,কুষ্টিয়ায় ১৬ জন,চুয়াডাঙ্গায় ১৩ জন ও মেহেরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু ভর্তি হয়েছে।
এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৭৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন,ঝিনাইদহে ১ জন এবং কুষ্টিয়ায় ২ জন রোগীর মৃত্যু হয়।চলতি বছরে এ পযন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৬৭০ জন,বাগেরহাটে ৭৪ জন,সাতক্ষীরায় ১৩৬ জন, যশোরে ৮৫২ জন,ঝিনাইদহে ৩৬৯ জন,মাগুরায় ১৯৫ জন,নড়াইলে ৪৬৫ জন,কুষ্টিয়ায় ৬১৩ জন,চুয়াডাঙ্গায় ১১৫ জন,মেহেরপুরে ৪৮৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারী হাসপাতাল গুলোতে রোগী ভর্তি আছেন ৩৫৬ জন।রেফার্ড করা হয়েছে ৭৫ জনকে।খুলনা মেডিকেল কলেজের আর এম ও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন।
এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৮ জন।বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১০ জন। চলতি বছরে এ পযন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়ে ৬৯৯ জন রোগী ভর্তি হন। এ সময়ে মোট মৃত্যু হয় ১২ জনের।এদিকে নগরীর আদদীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সুত্র মতে,গত একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ জন।আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৫ জন। এছাড়া বেসরকারী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সুত্র মতে,গত ১ দিনে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০ জন।এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ জন।বর্তমানে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি আছে ৪০ জন।এ পযন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ৩২২ জনকে।এর মধ্যে গত ৩০ সেপ্টম্বর মাসে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
Leave a Reply