আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনা পাউবির ওয়ার্কসপে দুদকের অভিযান, ৩৩ লাখ টাকার প্রকপ্লে ২৬ লাখ টাকা দুর্নীতি।


মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো >>> খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কসপে ৩৩ লাখ টাকার প্রকপ্লে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ২১ জানুয়ারী দুপুরে খুলনার জোড়াগেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকপ্লটির সিভিল ও ম্যাকানিক্যাল বিভাগের দুটি কাজের অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা।যার মধ্যে মানহীন নিন্ম মানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগে ঠিকাদারকে বিল প্রদান সহ নানা অনিয়মের প্রমান মিলেছে। এছাড়া কতৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কসপের ভেতরের পরিত্যাক্ত গোডাউনের ইট প্রকপ্লের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভুতভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমান পেয়েছে দুদক। দুদকের খুলনার উপ পরিচালক মো: আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিল ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার একটি কাজ ছিলো যার মধ্যে ৭ টি আইটেম রয়েছে। ৫ টি মেরামত যা সল্প মুল্যর এবং ২ টি ম্যাকানিক্যাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে।আমরা সরেজমিনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি।ম্যাকানিক্যালে যে ২ টি কাজ রয়েছে যার মুল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তার কোন কাজ পাওয়া যায়নি।বাকি মেরামতের ৫ টি কাজের মধ্যে রয়েছে ব্যাপক অনিয়মের চিত্র।এদের ব্যাপারে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উর্বধতন কর্মকর্তা সহ গনপুর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর