মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> খুলনা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আক্তার শিকদার (৪৪)। তার বাড়ি তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের কেরামত শিকদারের ছেলে। খুলনা জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, রবিবার দুপুর ১ টা ৪০ মিনিটে কারাগারে স্টক জনিত কারনে অসুস্থ হয়ে পড়েন আক্তার শিকদার। পরে তাকে কারারক্ষীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেল সুপার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।