খুলনা ক্লাবের ১১ সদস্যের পদত্যাগ, ৪ সদস্যর অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। সভায় পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত ৩ সদস্যর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ সময় ডা: মোস্তফা কামালকে দায়িত্ব প্রদান করা হয়। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাত ৮ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনার নেতৃবৃন্দ ক্লাবের সামনে অবস্থান নেয়। এ সময় তারা সৈরাচারের সময় গঠিত কমিটি বিলুপ্তির দাবিতে ক্লাবের সামনে শ্লোগান দিতে থাকে। তাদের আন্দোলনের মুখে পুর্বের কমিটি সেচ্ছায় দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় ক্লাবের বাহিরে সেনা সদস্যরা অবস্থান করছিল। দায়িত্ব হস্তান্তরের সময় ক্লাবের সাবেক সভাপতি গালিব কাপাডিয়া বলেন, সেচ্ছায় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য পদত্যাগ করেছেন। এদিকে পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত প্রকৌশলী মশিউর জামানের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ও ডা: মোস্তফা কামাল অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহনের পর মশিউর জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হবে।এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাত ৮ টার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ সময় কমিটি বিলুপ্তির আলোচনা চলতে থাকে। অবশেষে রাত প্রায় সাড়ে ১১ টার দিকে পুর্বের কমিটির ১১ সদস্য সেচ্ছায় পদত্যাগ করেন।
মোঃ রবিউল হোসেন খান, খুলনা প্রতিনিধি,
Leave a Reply