মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> গনঅভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষনের ঘোষণা দেওয়ার প্রতিবাদে খুলনার শেখবাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা।আজ ৫ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে শেখ হাসিনা ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দিয়ে বাড়িটি ভাংচুর শুরু করে ছাত্র জনতা। এর আগে ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষনের ঘোষণা আসার ঘটনায় এ পাল্টা কর্মসুচি দেয় খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন। খুলনা সহ দক্ষিনাঞ্চলের ক্ষমতা কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাংচুরের জন্য ” বুলডোজার” মিছিলের ডাক দেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুলডোজার দিয়ে ভাংচুর চলছিল। প্রসঙ্গত গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা পতনের আগের দিন ৪ আগষ্ট খুলনায় এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র জনতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভে দফায় দফায় ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হয় বাড়িটিতে।আজ বিকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের একাধিক সমন্বয়ক তাদের ফেজবুক পোস্টে শেখ বাড়ির আস্তানা ভেঙে দেও , গুড়িয়ে দেও পোস্ট দেওয়া হয়।লাল প্রাচির ঘেরা নগরীর শেরেবাংলা রোডের দোতালা এ বাড়িটির আনুষ্ঠানিক কোন নাম নেই, নেই কোন নাম ফলক। কিন্তু সবাই একে ” শেখবাড়ি” নামেই চেনেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচাত ৫ ভাইয়ের বাড়ি এটি।তাদের পিতা আবু নাসেরের বাড়িটি করা ছিল বলা জানা যায়।। ৪ আগষ্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রন করা হতো খুলনা সহ পুরো দক্ষিনাঞ্চল।
Leave a Reply