মোঃ রবিউল হোসেন, খুলনা:
খুলনায় সাদপন্তী সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২ টায় নগরীর হাদিস পার্কে সাদপন্তী সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে খুলনায় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে এক জমায়েত অনুষ্ঠিত হয়। গনজমায়েত মাওলানা মোস্তাক আহমাদের সভাপতিত্বে ও মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া এর পরিচালনায় বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজী মোহাম্মদ তারেক,মুফতি গোলামুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী,মাওলানা শেখ আবদুল্লাহ, মাওলানা মোশতাক আহমেদ, মাওলানা আসাদুল্লাহ, মুফতি আব্দুল হাই,মুফতি মাহমুদ হাসান, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আব্দুল কায়য়ুম জমাদ্দার,মাওলানা শরিফ সাইদুর রহমান, মাওলানা আবদুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
গনজমায়েত বক্তারা বলেন, অবিলম্বে টঙ্গী ময়দান ও কাকরাইল মসজিদ থেকে সাদপন্তী সন্ত্রাসীদের চিরদিনের জন্য নিষিদ্ধের দাবি জানান।সাথে সাথে খুলনার মারকাজ মসজিদ সহ দেশের সকল মসজিদে তাদের কার্যক্রম বন্ধের জন্য মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি আহবান জানান।সকল বক্তারা টঙ্গীর ময়দানে নিরিহ, নিরস্ত্র,নিরাপরাধ ঘুমন্ত তাহাজ্জুদরত মুসল্লীদের হামলা ও হত্যার মাস্টার মাইন্ড সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু,আব্দুল্লাহ মনসুর,কাজী এরতেজা হাসান,মোয়াজ বিন নুর,জিয়া বিন কাশেম,আজিমুদ্দিন,আনোয়ার আব্দুল্লাহ, শফিউল্লাহ সহ সকল অপরাধীদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply