আজ ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি এম এ হাসান ও সম্পাদক উজ্জ্বল


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

১০ নভেম্বর খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যদের কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক পুর্বাঞ্চলের এম এ হাসান সভাপতি এবং সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবরের রবিউল গাজী উজ্জলকে ঘোষণা করা হয়।

এছাড়া বার্তা ২৪ ডটকমের মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনিত করা হয়। এছাড়া দৈনিক প্রবাহের এম এম মিন্টুসহ সভাপতি, দৈনিক খুলনাঞ্চলের সোহেল রানা যুগ্ম সম্পাদক এবং সময়ের খবরের এইচ ডি হেলাল ও দৈনিক জন্মভুমির বাপ্পী খানকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে। উল্লেখ্য গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার মেয়াদ শেষ হওয়ায় সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ

র পর ৩১ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার জাহিদ – কামরুল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে খুলনা প্রেস ক্লাবের নিকট দায়িত্ব হহস্তান্তর করা হয়। পরবর্তীতে খুলনা প্রেসক্লাবের অন্তবর্তিকালীন কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব ও সদস্য মিজানুর রহমান মিল্টনের সমন্বয়ে আজ এসোসিয়েশনের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করা হয়। এই সভায় খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার পুনাঙ্গ কমিটি ঘোষণা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর