আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার, তিনজন ডাকাত গ্রেফতার।


মোঃ রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো >>> খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।একই সাথে অন্যত্র সংঘটিত অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীরা যাতে খুলনা মহানগরীতে আশ্রয় নিতে না পারে সেজন্য তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা ডাকাতি করে খুলনা মহানগরী এলাকায় এসে আশ্রয় নিয়েছে এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে হরিনটানা থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল রায়ের মহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়া( ২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজেকে জড়িত বলে সীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে খানজাহানআলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা(৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদার (৫২) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ টাকা, ৪৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহ্নত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের উদ্ধারকৃত মালামাল সহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর