মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫০) ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ দুপুর ১ টার দিকে খুলনা ১০তলা শিল্প ব্যাংক ও জীবনবীমা অফিসের পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খুলনা বিপিআইএর (ওসি) মহসিন হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি চলন্ত ট্রেনের নিচে আত্মহত্যার জন ঝাপ দেন। আমরা খবর পেয়ে লাশের ফিঙার প্রিন্ট নিয়ে আইডি সনাক্তের চেষ্টা করছি।এদিকে রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, রেল স্টেশনে যাত্রী নামিয়ে রাজশাহী হতে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিল্ডে যাচ্ছিল।এসময় নিউমার্কেট জীবনবীমা অফিস ও বায়তুন নুর শপিং সেন্টার গলি দিয়ে এক ব্যক্তি দৌড় দিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়।স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়।ট্রেনটি অজ্ঞাত ব্যাক্তির ওপর দিয়ে চলে গেলে মাথাটি শরির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।পরে স্থানীয়রা পুলিকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।তবে তিনি কি কারনে ট্রেনের নিচে ঝাপ দিলেন তিনি জানাতে পারেননি।তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।