মোঃ রবিউল হোসেন খান, খুলনা :
ছাত্র জনতার অঙ্গিকার “নিরাপদ সড়ক হোক সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আজ (৩রা) নভেম্বর থেকে ট্রাফিক সপ্তাহ শুরু হয়।ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে আজ রবিবার সকালে খুলনা শিববাড়ি মোড়ে সমাবেশ, উদ্ভোধন অনুষ্ঠান ও ট্রাফিক সচেতনোতা মুলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
শোভাযাত্রা উদ্ভোধন কালে পুলিশ কমিশনার বলেন, গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। দুর্ঘটনা কমাতে হলে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা জরুরী।সবাইকে ট্রাফিক আইন মানতে হবে।সড়কে ব্যাক্তিগত ও সামগ্রিক ভাবে সামাজিক নিরাপত্তার জন্য এই কর্মসুচী শুরু হলো।নগরীর ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা মুলক সভার আয়োজন করা হবে। এ ছাড়া নগরীর মোড়ে মোড়ে সচেতনতা মুলক পথ সভা করা হয়।পুলিশ কমিশনার আরো বলেন, ট্রাফিক সপ্তাহ চলাকালে জনসাধারনের মাঝে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার, মোবাইল হেড ফোন কানে দিয়ে রাস্থা পার না হওয়া, নির্দিষট স্থান ছাড়া গাড়ি পার্কিং না করা ও রাস্থার মোড় গুলোতে বাম লেন ব্রক না না করার বিষয়ে সচেতনতা মুলক প্রচার চালানো হবে বলে জানানো হয়।
এছাড়া সড়কে অযথা হর্ন বাজানো,অতিরিক্ত গতিতে মোটর সাইকেল চালানো বাইকে দুই জনের বেশি আহোরনের মত বেআইনি আচরন বন্ধে সবাইকে সচেতন করা হবে। পুলিশ কমিশনারের নেতৃত্বে মুল র্যালীটি শিববাড়ি মোড় হয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। একই সময়ে নগরীর শিরোমনি, দৌলতপুর, সোনাডাঙ্গা, জিরোপয়েন্টে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা: তাছলিমা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য,প্রিন্ট,ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিএনসিসি,স্কাউট সদস্য,এনজিও প্রতিনিধি,রেডক্রিসেন্ট সদস্য,নিরাপদ সড়ক চাই এর সদস্যবৃন্দ,পরিবহন,মালিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply