আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় ছাত্রলীগ নেতা সজলকে কারাগারে প্রেরন


খুলনা সংবাদদাতা :

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সজলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ ২৮ ডিসেম্বর দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় সজলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।এর আগে গত ৩০ আগষ্ট খালিশপুর থানায় দায়ের করা বিএনপি অফিস ভাংচুর মামলায় তাকে গ্রেফতার দেখায় গোয়েন্দা পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানান,খুলনা নগরীর ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে দেব দুলাল বাড়ৈয় সজককে মোংলা খাসের ডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছে সজল।এর একাধিক ভিডিও ফুটেজও পাওয়া গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর