আজ ২৯ নভেম্বর বিকাল তিনটায় নগরীর ডাকবাংলা চত্বরে আলহাজ্ব মাওলানা সালেহ সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি মাওলানা মোহাম্মাদ সালেহ বলেন,চট্রগ্রাম আদালত প্রাঙ্গনে উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন ” ইসকন” সদস্যদের দ্ধারা মুসলিম আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়।
এ হত্যা কান্ডে জড়িত খুনিদের ফাসি এবং দেশ বিরোধী চক্রান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতার কারনে ইসকন সংগঠনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধের দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা রফিকুর রহমান, হাফেজ মাওলানা মুশতাক আহমাদ,মাওলানা গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, অধ্যাপক মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস,অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী,অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ,মাওলানা নাসিরুদ্দীন কাসেমী,ড. মুফতি আব্দুর রহিম,হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি জিহাদুল ইসলাম,মুফতি গুলামুর রহমান,মাওলানা হেকমত আলী, মাওলানা কেরামত আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আনোয়ারুল আজম,মোল্লা মিরাজুল হক,মাওলানা শাফায়েতুল ইসলাম, মাওলানা জাহিদুল হক,মাওলানা নুর সাঈদ জালালি,মাওলানা আসাদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুল্লাহ প্রমুখ।
পরে প্রতিবাদ সভা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর ডাকবাংলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইমাম পরিষদের নেতা কর্মিদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে খুলনার জনপদ।
মোঃ রবিউল হোসেন খান, খুলনা প্রতিনিধি,
Leave a Reply