আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সুষ্ঠু ভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা আজ ১৯ নভেম্বর দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ও খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, দেশের উন্নয়নে পরিকল্পনা প্রনয়নের সময় সঠিক তথ্য উপাত্ত একান্ত প্রয়োজন। দেশের অর্থনীতি নিয়ে সঠিক ও বাস্তব সম্মত তথ্য উপাত্ত সংগ্রহে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে।শুমারির তথ্য সংগ্রহে নিয়োজিতদের কাছে ছক অনুযায়ী সকল তথ্য সঠিক ভাবে দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে শুমারি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে তথ্য প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ভীতি দুর হবে।

তিনি আরো বলেন, দেশের ভৌগোলিক সিমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরনের অর্থনৈতিক ইউনিট এ শুমারির আওতায় আসবে।অর্থনৈতিক শুমারি ২৪ সঠিক ভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর ( ১৬ ও ২৫ ডিসেম্বর ব্যাতিত ১৫ দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পুর্ন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গগনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহিত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে ২ জন সমন্বয়কারীর অধীনে ২৮২ জন জোনাল অফিসার, ২৮২ জন আইটি সুপারভাইজার, ২ হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬ জন গননাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট ২ হাজার ২ শত ৩০ জন গননাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবে। খুলনা বিভাগীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথ ভাবে এ অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা আয়োজন করে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) মো: ফিরোজ শাহ,স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো: তবিবুর রহমান সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যরা। সভায় অর্থনৈতিক শুমারি উপলক্ষে ধারনা পত্র উপস্থাপন করেন,খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো: আক্তার হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর