আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুকৃবির নতুন উপাচার্য হলেন খুবির অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্বাবিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জৈষ্ঠ্য অধ্যাপক ড. মো: নাজমুল আহসান। গতকাল রাস্ট্রপতির আদেশ ক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় ভাইস – চ্যান্সেলর পদে প্রফেসর ড. মো: নাজমুল আহসানের যোগদানের তারিখ থেকে চার বছর নিয়োগের মেয়াদ হবে। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে অপর এক প্রজ্ঞাপনে খুকৃবির অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম চৌধুরীকে ভাইস চ্যান্সেলর পদ হতে অব্যাহতি দেওয়া হয়। অধ্যাপক ড. নাজমুল আহসান ১৯৬৭ সালে ২১ জুলাই খুলনা ১২ নং ওয়ার্ডের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এস এস সি এবং সরকারী বিএল কলেজ থেকে ১৯৮৫ সালে এইচ এস সিতে উভয় পরিক্ষায় প্রথম বিভাগে উত্তির্ন হন।পরে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর ফিশারিজ বিভাগে।সেখান থেকে ১৯৮৯ সালে প্রথম শ্রেণীতে অনার্স এবং ১৯৯১ সালে প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে তিনি জাপানের ইউনিভার্সিটি অব টোকিও থেকে সাফল্যর সাথে পোস্ট গ্রাজুয়েট রিচার্জ সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে এমএসসি ডিগ্রি ও ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের ইউনিভার্সিটি অব টোকিও থেকে ২০০৮ সালে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন।ড. মোঃ নাজমুল আহসান ১৯৯২ সালে ডিএফআইডি (যুক্তরাজ্যতে) বায়োলজিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালের ২১ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন টেকনোলজি ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালের ১ এপ্রিল তিনি সহকারী অধ্যাপক, ২০০০ সালের ২৪ জুলাই সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালের ৩০ জানুয়ারি অধ্যাপক পদে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন দশকের শিক্ষকতা গবেষণা ছাড়াও তিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকে, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিন,ডিসি প্লিন প্রধান, গবেষণা সেলের পরিচালক,খুলনা বিশ্বাবিদ্যালয়ের স্টাডিজের সদস্য,আন্তজার্তিক ও জাতীয় সেমিনার আয়োজক কমিটি, বিশেষজ্ঞ সদস্য ছাড়াও বিভিন্ন একাডেমিক কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

আন্তজার্তিক ইনডেক্স জার্নাল সহ দেশী বিদেশি সীকৃত জার্নালে তার শতাধীক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণা অন্তপ্রান্তে প্রফেসর ড. নাজমুল আহসান উপকুলীয় ও সামুদ্রিক মৎস্য, সমম্মিত কৃষি, জলবায়ু,সুন্দরবন উপকুলীয় জীবন জীবিকা, সম্পদ ব্যাবস্থাপনা,টেকসই উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু সংখ্যক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ, পরামর্শক, কৌশল নির্ধারক হিসেবে কাজ করেছেন পেয়েছেন সাফল্যের সীকৃতি। মুখ্য/ প্রধান গবেষক হিসেবে নেতৃত্ব দিয়েছেন নানা বিষয়ে বহু সংখ্যক গবেষণা প্রকল্পে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর