খালিশপুর থানা ইমাম পরিষদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বাদ জুম্মা খালিশপুর পিপলস গোল চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা কারামাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল আজিমের সঞ্চালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ,এফ,এম নাজমুস সউদ। এ সময় তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন “ইসকন ” কতৃক চচট্রগ্রাম আদালতে শহীদ এ্যাড: সাইফুল ইসলাম আরিফ হত্যা,বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙার কল্পিত অভিযোগে, ভারতে বাংলাদেশী হাইকমিশনে হামলা,ইসকন নিষিদ্ধ, তাদের সকল সমাবেশ ও কার্যক্রম বন্ধের দাবিতে এবং দেশের সার্বভৌমত্ত রক্ষায় জাতীয় ঐক্যর আহবান জানান।ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের তিব্র নিন্দা জ্ঞাপন করেন।
ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী সংবাদ প্রচারের তিব্র সমালোচনা করেন ও অবিলম্বে বন্ধের দাবি জানান। খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা কারামাত আলী তার বক্তব্য বলেন, আমরা ঐক্যর ডাক দিয়েছি।আমরা ঐক্য থাকি।ভারতীয় পোশাক বর্জন করি,চিকিৎসা বর্জন করি,আমাদের দেশে সুচিকিৎসার ব্যাবস্থা করি।প্রশাসন ও দেশ যারা পরিচালনা করছে তাদের কাছে আহবান জানাই,আমরা কেন তাদের কাছে চিকিৎসা নিতে যাবো।আমরা মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদকে ফলো করবো তিনি বিদেশে চিকিৎসা না করিয়ে নিজের দেশে হার্টের চিকিৎসা করিয়ে ছিলেন।
তাই আমরা সরকারকে বলতে চাই আমাদের দেশে এমন ব্যাবস্থা করুন যে আমাদের দেশের লোকের বাহিরে চিকিৎসা নিতে যাওয়া না লাগে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খালিশপুর থানা ইমাম পরিষদের সহ সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক এ এস এম জাফর সাদিক,শ্রমিক নেতা দীন মোহাম্মদ, ওলামা মাশায়েখ সভাপতি মুফতি ইমরান হুসাইন, ইসলামি আন্দোলন খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল খালিশপুর পিপলস গোল চত্বর মোড় হতে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন রাস্তা মোড়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে ভারতীয় সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে ধর্মপ্রান মুসল্লীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
মোঃ রবিউল হোসেন খান, খুলনা প্রতিনিধি,
Leave a Reply