আজ ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“ক্যাপিটেশন গ্রান্ড ” বরাদ্দ ও বন্টন নীতিমালা -২০২৪ সম্পর্কে অবহিতকরন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।


মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> ” ক্যাপিটেশন গ্রান্ড বরাদ্দ ও বন্টন নীতিমালা- ২০২৪ সম্পর্কে অবহিতকরন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় শহর সমাজসেবা কার্যালয়- ৩, খালিশপুর, খুলনার কনফারেন্স হল রুমে এ অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় সেমিনারে সভাপতিত্ব করেন, উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় খুলনা, কানিজ মোস্তফা। এ সময় তিনি সভাপতির বক্তব্য বলেন, আজকের এ সেমিনার নিবন্ধন ভুক্ত এতিমখানা সমুহের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া। সমাজসেবা থেকে ক্যাপিটেশন গ্রাউন্ডের আওতাভুক্তদের সহযোগিতা প্রদান করা। এ সময় তিনি মাদ্রাসা প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, রেজিষ্ট্রোর গুলো অনলাইন হয়ে গিয়েছে। এ কারনে আপনারা অনলাইনে সঠিক তথ্য দিবেন ও আপনাদের আগামীর কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়েছে সেদিকে সজাক দৃষ্টি রাখবেন । এতিম যে সমস্ত বাচ্চারা সমাজসেবা থেকে ক্যাপিটেশন গ্রান্ড বা বরাদ্দ পেয়ে থাকেন তাদের ভরনপোষনের সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের সীমিত সম্পদের সুষম বণ্টনের কথা বলেন।পাশাপাশি তিনি এতিম বাচ্চাদের সমাজসেবার বিভিন্ন ট্রেডে কম্পিউটার, আইটি, স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি যাতে তারা ১৮ বছরের পর যে ট্রেড গুলো রয়েছে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা সাবলম্বি হয়ে পরবর্তী জীবনে কিছু করতে পারে। এতিম বাচ্চাদেরকে সমাজের সম্পদ হিসেবে গড়ে তোলার আহবান জানান। তারা যেন বাড়ি বাড়ি গিয়ে অনুদান না তোলেন কারন এতে করে তাকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।আর এ ব্যাপারে মাদাসা পরিচালনা কমিটি এতিম বাচ্ছাদের যাতে সঠিক ভাবে দেখবাল করেন এবং পরবর্তী জীবনে তারা সাবলম্বি হয়ে নিজের পায়ে দাড়াতে পারে তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, মাদ্রাসায় কোন ধরনের অসঙ্গি থাকলে তা দুর করতে হবে। বর্তমানে দ্রব্য মুল্যে উর্ধব গতির কারনে এতিম বাচ্চাদের বরাদ্দ সরকারের বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে পাশাপাশি তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের সকল মতপার্থক্যের উর্ধ্বে এসে এতিম বাচ্চাদের সহযোগিতার দাবি জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক( পিএইচটি) সেন্টার, খুলনার সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম। সেমিনার পরিচালনা করেন, সমাজসেবা অফিসার কার্যালয়-৩ খালিশপুর মানব রঞ্জন বাছাড়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার মাসুদুর রহমান, সমাজকল্যান সংগঠক বিশ্বজিৎ সাহা সহ ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্তির বিভিন্ন এতিমখানা কমিটির প্রতিনিধিগন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর