প্রেস বিজ্ঞপ্তি:- গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত কতিপয় অভিযুক্ত কর্মীর প্রেস কনফারেন্স এর বিবরনে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে । প্রেস কনফারেন্সে মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে অভিযুক্ত কর্মী যাদের বিরুদ্ধে আইনগত ও বিধিসম্মত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে । তারা একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিজেদেরকে সুরক্ষার চেষ্টা করেছে । এই সম্পর্কে কোস্ট ব্যবস্থাপনার বক্তব্য নিন্মরুপ;
১. উক্ত সংবাদ সম্মেলনে নের্তৃত্বধানকারী জনাব আশেকুল ইসলাম সহ জনাব আবু সালেহ ও জনাব শফিউল কাদের এর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঋন এর অনিয়ম এর অভিযোগ এর তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে । জনাব সুজন কান্তি দে, জনাব সরোয়ার কামাল, জনাব জাহিদুল ইসলাম, মোঃ ইউনুস এবং মোঃ মোর্শেদকে আর্থিক অনিয়ম এর কারণে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে । জনাব মোঃ তারেক আর্থিক অনিয়ম ও আত্মসাৎ এর কারণে ইতি মধ্যে বরখাস্ত করা হয়েছে । জনাব কামরুল ইসালাম কায়েস সম্প্রতি একটা শাখা থেকে তিন লক্ষ টাকা ও সদস্যদের পাশবই সহ নিয়ে পালিযে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ।
২. উল্লেখ্য যে, কোস্ট ব্যবস্থাপনা নীতিমালা শ্রম আইন ও বাংলাদেশের প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী প্রনীত । এক্ষেত্রে কোন ধরনের তাড়াহুড়া বা বিধিবহির্ভূত ব্যবস্থা নেয়ার অবকাশ নাই ।
৩. কোস্ট ব্যবস্থাপনা স্বীকার করে যে, প্রক্রিয়াগত কারণে ফাইনাল পেমেন্ট এ দেরী হয় । কিন্তু এমন কোন প্রমান নাই যে, ফাইনাল পেমেন্ট এ পর্যন্ত কাউকে দেয়া হয়নি । আমরা আমাদের সিস্টেম পরিবর্তনের চেষ্টা করছি যাতে করে দ্রæত ফাইনাল পেমেন্ট দিতে পারি ।
৪. পদত্যাগ করার পরপরই যে কেহ তার সনদপত্র নিয়ে যেতে পারে এটা কোস্ট এর চলমান প্রক্রিয়া । যদি কেহ সনদপত্র না নিয়ে থাকে সেটার জন্য কোস্ট ব্যবস্থাপনা দায়ী নয় ।
৫. উক্ত পদত্যগী ও অভিযুক্ত কর্মীরা কোস্ট ফাউন্ডেশন এর মুক্ত অভিযোগ ব্যবস্থাপনার সুয়োগ গ্রহণ না করে সংবাদ সম্মেলন করেছেন । পদত্যাগ বা বহিস্কৃত হওয়ার পরও ফাইনাল পেমেন্ট না পাওয়া পর্যন্ত যে কোন কর্মী কোস্ট এর নিয়মে দায়বদ্ধ থাকবেন । কোস্ট এর নিয়মানুযায়ী এটাও একটা অপরাধ, উল্লেখ্য যে, সংবাদ সম্মেলনে অনেকেই কোস্ট ব্যবস্থাপনাকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। এর অর্থ হলো তারা দেশের প্রচলিত আইন অনুযায়ী /ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিকার চাইতেছেন, সেই ক্ষেত্রে এইধরনের প্রেস কনফারেন্স এ যাওয়াটা কতটুক আইনগত হয়েছে তা বিবেচ্য বিষয় ।
৬. কোস্ট ফাইন্ডেশন এর নির্বাহী পরিচালক সহ উর্দ্ধতন কর্মকর্তার কোন ধরনের স্বেচ্ছাচারিতা হওযার কোন অবকাশ নাই । কোস্ট ব্যবস্থাপনার প্রায় ৩০ টির মত লিখিত পলিসি রয়েছে যা কোস্ট পরিচালনা পর্ষদ (সাধারন পর্ষদ ) থেকে অনুমোদিত এবং বাংলাদেশের শ্রম আইন এবং আন্তর্জাতিক মানদন্ডের আলোকে প্রনীত, যার আলোকে ব্যবস্থাপনা যে কোন সিদ্ধান্ত গ্রহন করে থাকে । সকল পলিসি গুলো সর্বসাধারনের অবগতির জন্য কোস্ট ফাউন্ডেশন এর ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে, এটা গৌরবের বিষয় যে মূলত এই সব কারণে কোস্ট জাতীসংঘের ইকোসক পরামর্শদাতা হিসেবে মর্যাদা প্রাপ্ত ।
৭. কোস্ট এমআরএ ( মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, পিকেএসএফ ও এনজিও এ্যাফেয়ার্সব্যুরো কর্তৃক নিবন্দিত , প্রতি বছর স্বনাধন্য অডিট ফার্ম দ্বারা অডিট করা হয়, এছাড়া দাতা সংস্থা কর্তৃক নিয়মিত অডিট করা হয় । এ্খানে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভত কোন কাজ করার সুযোগ নাই । কোস্ট ফাউন্ডেশন পরিচালনা পর্ষদে ২ জন স্বনামধন্য এফসিএ রয়েছেন ।
৮. কোস্ট একটি নারীবা›দ্ধব সংগঠন, স্তরে স্তরে জেন্ডার কমিটি রয়েছে যেখানে নারী কর্মীরাই কোস্টের কর্মপরিবেশ নিয়ে নিয়মিত মিটিং করে আসছেন ও সেখানে আলোচনা করেন । উল্লেখ্য যে, অতিসম্প্রতি স্ট্যার্ট ফান্ড বাংলাদেশ কোস্টকে ”সেইভ গার্ড ও প্রটেকশন” এর ক্ষেত্রে চ্যাম্পিয়ন পুরুস্কার এ ভ’ষিত করেছে।
৯. সংবাদ সম্মেলনে উক্ত কর্মীরা কোস্ট পরিচালনা পর্ষদ এর চেয়ার পার্সন ডঃ তোফায়েল আহমেদ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেছেন । উল্লেখ করা প্রয়োজন ডঃ তোফায়েল আহমেদ বর্তমান এ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশন এর সংস্কার প্রধান , কুমিল্লা পল্লিউন্নয়ন একাডেমির পরিচালনা পর্ষদ এর গভার্নিং বডির সদস্য নির্বাচিত হওয়ায়, এখানে তার সময় দেয়া ও স্বার্থের দ্বন্দে¦র প্রশ্ন উঠতে পারে বিধায় তিনি আগামি জুন’২৫ পর্যন্ত ছুটি নিয়েছেন ।
কোস্ট ব্যবস্থাপনা তার শৃংখলা ও মানস¤œান রক্ষার্তে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ক্ষেত্রে যারা এই অপকর্মগুলো করেছেন তাদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করবে। উল্লেখ্য যে, উক্ত সংবাদ সমে¥লনে উপস্থিত ১২ জন কর্মী এবং তাদের অভিভাবকরা এইমর্মে কোস্টকে অংগীকার পত্র দিয়েছেন যে তারা কোস্ট এর আইন/নীতিমালা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন । অন্যথায় কোস্ট তাদের বিরুদ্ধে যে কোন ধরনের আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবী করিতে পারিবে ।
কোস্ট ব্যবস্থাপনার পক্ষে,
বার্তা প্রেরক,
মোস্তফা কামাল আকন্দ, পরিচালক -প্রশাসন
মোবাঃ ০১৭১১৪৫৫৫৯১
Leave a Reply