চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার রহমতগঞ্জ সড়কে টেম্পো উল্টে মো. শাহরিয়ার ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় রহমতগঞ্জ আব্দুস সাত্তার সড়কে।
নিহত শাহরিয়ার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপের নজরুল ইসলামের ছেলে এবং নগরীর ইসলামিয়া কলেজের ছাত্র। তিনি পরিবারের সাথে নগরীর রিয়াজউদ্দিন বাজার বানিয়াটিলার বাবুল সরকারের বিল্ডিংয়ে থাকতেন বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আন্দরকিল্লা মোড় থেকে টেম্পোযোগে রহমতগঞ্জ সড়ক হয়ে চকবাজারে যাচ্ছিলেন নিহত শাহরিয়ার। টেম্পোটির সামনের সিটে ড্রাইভারের পাশে বসা ছিলেন তিনি। কিছুদূর যাবার পর টেম্পোটি হঠাৎ উল্টে যায়।
দুর্ঘটনার পর তাৎক্ষণিক পালিয়ে যান টেম্পোটির ড্রাইভার। পরে স্থানীয়রা শাহরিয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজাদ চৌধুরী
Leave a Reply