নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুতুপালং বাজার শাখার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সকাল ১১ টার দিকে কুতুপালংস্থ ঢাকা রেস্টুরেন্টে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার ঔষুধ তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ ফরহাদ।কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কুতুপালং বাজার শাখার সভাপতি মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্ধয় সভায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ফরিদ আহাম্মদ, সভাপতি, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, উখিয়া উপজেলা শাখা,সাইফুল ইসলাম কাসেম, সিনিয়র সহ-সভাপতি, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্, সমিতি উখিয়া উপজেলা শাখা, জহির আহমদ, সহ-সভাপতি, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, উখিয়া উপজেলা শাখা,
আব্দুল মজিদ, উপদেষ্টা, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, কুতুপালং বাজার শাখা প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন আবু তৌহিদ চৌধুরী এডমিন কক্সবাজার জেলা, মোহাম্মদ ইসমাইল সহকারী কক্সবাজার জেলা,মোহাম্মদ রাসেল উদ্দিন অর্থ সম্পাদক কুতুপালং বাজার শাখা, আবদুল কাদের সভাপতি থাইংখালী বাজার শাখা, ফরিদ আলম সভাপতি বালুখালী বাজার শাখা, শামসুল আলম উপদেষ্টা কুতুপালং বাজার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফরহাদ বলেন, রোহিঙ্গা কর্তৃক কোন ফার্মেসী করা যাবে না, রোহিঙ্গারা থাকবে কাটাঁ তারের ভিতরে। সরকারি ঔষুধ বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে মডেল ফার্মেসী করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply