নিউজ ডেক্স >>> খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) এর ক্যাম্পাসের বাহিরে ছাত্রদলের সদস্য ফরম বিতরনকালে ছাত্র শিবিরের হামলা ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার ঘটনায় গভীর উদ্ধেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। আজ ১৮ ফেব্রুয়ারী এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির খুলনাকে উত্তপ্ত করার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের মারাত্মক আহত করেছে। ছাত্র শিবির নিজেদের অবস্থান পরিস্কার না করে বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে তারা নগরীতে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে, যা মোটেই সমর্থন যোগ্য নয়। ছাত্র শিবির শান্তিপুর্ন খুলনাকে অশান্ত করতে চায়। অবিলম্বে হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেফতার করতে হবে। অন্যথায় যেকোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ি থাকবেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমুখ।
Leave a Reply