আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুপালং স্বপ্নসিঁড়ি যুব সংগঠন’র তাফসীর মাহফিল ৩০ডিসেম্বর:প্রধানবক্তা সাদিকুর রহমান আজহারী


শ.ম.গফুর:

কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ইসলামী কল্যাণমুলক সংগঠন কুতুপালং ‘স্বপ্নসিঁড়ি যুব সংগঠন’আয়োজিত ৬ষ্টতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪’র ৩০ডিসেম্বর, সোমবার।স্থান-কুতুপালং উত্তর জামে মসজিদের দক্ষিণে পশ্চিম পাড়া, আলীফ হাসপাতাল লাগোয়া বিলে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাঈল হ্নদয় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হ্নদয় জানান,এবারের তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও হোয়াইক্ষ্যং মডেল ইউপি’র চেয়ারম্যান হযরত মাওলানা নুর আহমদ আনোয়ারী।

মাহফিলে প্রধান বক্তার তশরীফ পেশ করবেন মিশরের জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয়ের কোরআন সায়েন্স তাফসীর বিভাগের স্বীকৃতিপ্রাপ্ত তাফসীর এবং ঢাকার মালিবাগের মদিনাবাগ’র মুগদা বায়তুল ওয়াদুদ জামে মসজিদের খতীব হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী।

বিশেষ বক্তার তশরীফ পেশ করবেন যথাক্রমে ঢাকার জুরাইন জামেয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ইয়াছিন আহমদ ফারুকী ও উখিয়া উপজেলার এমদাদুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক হযরত মাওলানা আবুল ফজল সাহেব।

বিশেষ বক্তা হিসেবে আরো তশরীফ পেশ করবেন কুতুপালং বাজার জামে মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ আবদুল্লাহ আল মামুন,
কুতুপালং উত্তর জামে মসজিদের খতীব হযরত মাওলানা হোসাইন আহমদ,কুতুপালং দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ মিজান ফারুক,কুতুপালং মুয়াজবিন জাবাল (রা:)জামে মসজিদের খতীব হযরত মাওলানা মনির আহমদ,কুতুপালং পুর্ব পাড়া জামে মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ সাবের ও চট্টগ্রাম জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়া’র ছাত্র হাফেজ মর্তুজা হাসান রানা প্রমুখ সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক হুইপ, সংসদ সদস্য, (উখিয়া-টেকনাফ) ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে রাজাপালং ইউপি’র সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, রাজাপালং ইউপি’র ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ছৈয়দ নুর সওদাগর,
কুতুপালং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম.এ মান্নান,উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,কোর্টবাজার অরিয়ন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহির আহমেদ,কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:’র সভাপতি জানে আলম প্রমুখ স্থানীয় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।মাহফিলে সকলের প্রতি দ্ধীনি দাওয়াত জানানো হয়েছে।

উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সাফল্যময়ী করে তুলতে সার্বিক ব্যবস্থাপনায়/পরিচালনায় দায়িত্ব পালন করবেন স্বপ্নসিঁড়ি যুব সংগঠন’র সভাপতি মোহাম্মদ ইসমাঈল হ্নদয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর