মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধি >>> জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুরের রাজপথ। মিছিলে স্লোগানে এই জামায়াত নেতার মুক্তির দাবি করেন রংপুরের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। অন্যথায় সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও রংপুরের সন্তান এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুর মহানগর ও জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটিএম আজহারুল ইসলামকে নির্বাহী আদেশে মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের প্রতি আহ্বান জানাই। অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।সমাবেশে জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর সমাবেশ শেষে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিলটি বের হয় ডিসির মোড়, সিটি বাজার পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, গ্র্যান্ড হোটেল মোড় শাপলা চত্বরে গিয়েই শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন প্ল্যাকার্ড হাতে বহন করেন। তারা ‘জামাায়াত-শিবির জনতা, গড়ে তোলে একতা,’ ‘এটিএম আজহারুল ভাই জেলে কেন, জবাব চাই জবাব চাই,’ ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘অবিলম্বে আজহারুল ভাইয়ের মুক্তি চাই দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
Leave a Reply