নিউজ ডেস্ক: বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার সাধন কুমার রায়ের সাথে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের নেতৃত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রিহ্যাব এর পক্ষ থেকে উৎসে কর কর্তন বিষয়ে বিদ্যমান জটিলতা, অসামঞ্জস্যতা ও বৈষম্যতা দূরীকরণের জন্য বিভিন্ন দাবী দাওয়া জোরালোভাবে কমিশনার বরাবর উপস্থাপন করা হয়। সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্য প্রতিষ্ঠান এবং কর কমিশনের মধ্যে একটি মতবিনিময় সভা ও কর কর্তন বিষয়ে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কর কমিশনার মহোদয় উৎসে কর কর্তন ও কর সংক্রান্ত বিষয়ে বিদ্যমান জটিলতা, অসামঞ্জস্যতা ও বৈষম্যতা দূরীকরণের জন্য রিহ্যাব এর প্রস্তাবনাসমূহ গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ মোরশেদুল হাসান, রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, রিহ্যাব এর পক্ষে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরাদাত উল্যাহ এফসিএ।