প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
কর্ণফুলী প্লাস্টিক কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি ৫ লক্ষ

কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়নে আগুনে প্লাস্টিকের ফ্যাক্টরিতে আগুনে আগুনে পুড়ে সর্বহারা তাহের আহমদ। বিষয়টি নিশ্চিত করেন চরপাথরঘাটা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজনের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশের পুকুর থেকে পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজে লাগান। জানা যায়, ওই ফ্যাক্টরীর ভেতরে প্লাস্টিকের বাক্স থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সু-নির্দিষ্ট করে জানা যায়নি কি কারণে আগুন লেগেছে। এই ঘটনায় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক তাহের আহম্মেদ।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.