মুহাম্মদ আয়াজ:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট। গাউছিয়া রহমান ফুটবল একাদশ এবং পটিয়া ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। জাহেদ স্মৃতি রংধনু ক্লাব এ খেলার আয়োজন করেন।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে বড়উঠান পূর্ব ডাকপাড়া খেলার মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমানের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বড়উঠান ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন এর সভাপতি প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. শওকত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.জাফর প্রমুখ।
এ সময় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের ধন্যবাদ জানান। এর মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি, যুব সমাজ মাদকাসক্ত থেকে বের হয়ে ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে খেলাধুলা করার আহবান জানান।
টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্যরা হলেন, মো: টিপু, মো:মিন্টু, মো: ইমন, মো: হৃদয়, সাকিল, আবেদ, সাউথ, সায়েম প্রমূখ উপস্থিত ছিলেন।