কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলী উপজেলার চরপাথারঘাটা ইউনিয়নের চারটি সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল প্রীতি ম্যাচ-২০২৫-এ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ইছানগর যুব সংঘ। ফাইনাল ম্যাচে ৩-২ গোলে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।
প্রীতি ম্যাচে অংশ নেয় চারটি দল: ইছানগর যুব সংঘ, মুক্ত বিহঙ্গ ক্লাব, দুরন্ত দুর্বার, এবং জাগরণী সংঘ। প্রতিটি দল নিজেদের সেরাটা দিয়ে খেলায় অংশগ্রহণ করেন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ইছানগর যুব সংঘের খেলোয়াড়রা চূড়ান্ত জয় ছিনিয়ে আনে।
ইছানগর যুব সংঘের সভাপতি ও টিম ম্যানেজার শাহারিয়ার মাসুদ বলেন, খেলার মাঠে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়ে খেলেছি, তেমনি সমাজের সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে চাই।খেলা শুধুমাত্র বিনোদন নয়, এটি আমাদের সমাজ গঠনের অন্যতম মাধ্যম।
দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন রমজান আলী রুমো সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লায়ন হাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা শাহাজাহান ফারুকী, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম খান এবং ইছানগর যুব সংঘের প্রধান উপদেষ্টা সরোয়ার উদ্দিন কাজল,চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার প্রমূখ।
এই আয়োজন চরপাথারঘাটা ইউনিয়নের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন অতিথিরা। সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে বলে সবার আশা।