আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি ও গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের ৫০তম জন্মবার্ষিকী পালন


এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক, কবি ও গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের ৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের নান্দনিক ও সৃজনশীল প্রকাশনী সংস্থা “গলুই প্রকাশন” কার্যালয়ে কবিকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গলুই প্রকাশন ও ময়ঙ্ক সাহিত্য একাডেমির পক্ষ থেকে কবিকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। পরে কেক কেটে কবির ৫০তম জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় অনুভূতি জানিয়ে কবি ও গবেষক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্মাননা হয় না। সবার ভালোবাসায় আমি আপ্লুত।’ অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী ফোরকান মাহমুদ ও জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই আয়োজনে গলুই প্রকাশনের কর্ণধার কাজী সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ময়ঙ্ক সম্পাদক কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি। কবি ফরিদুদ্দিন ফারুককে চট্টগ্রামের গর্ব অভিহিত করে জসিম উদ্দিন মনছুরি বলেন, কবিতায় তিনি যেমন দেশ, প্রকৃতি, চেতনা ও গণজাগরণের কথা তুলে ধরেন, তেমনি গবেষণা ও অনুবাদ সাহিত্যের মাধ্যমে ইতিহাস রচনার মধ্যদিয়ে অতি গুরুত্বপূর্ণ কাজও সম্পাদন করেছেন।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি অধ্যক্ষ জাকারিয়া সেলিম, কবি ও শিক্ষক দীপিকা রাণী বড়ুয়া, কবি ও শিক্ষক পারভীন আকতার, কবি আলমগীর হোসাইন, গীতিকবি ও শিল্পী মোহাম্মদ হোসাইন ইব্রাহীম, সাংবাদিক এনামুল হক রাশেদী, সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, প্রাবন্ধিক মুমতাহিনা রিবু, কবি ও শিক্ষক রকিবুল হাসান ও সাফওয়ান হাকিম রিহান। উপস্থিত সকলেই কবি, সাহিত্যিক, গবেষক ড. ফরিদুদ্দিন ফারুক-এর জন্মদিনে তাঁর উজ্বল, নিরাপদ ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর